হোম খুলনাসাতক্ষীরা আশাশুনিতে ভ্রাম্যমান আদালতের অভিযান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসী মালিকের ৩৫ হাজার টাকা জরিমানা

আশাশুনিতে ভ্রাম্যমান আদালতের অভিযান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসী মালিকের ৩৫ হাজার টাকা জরিমানা

কর্তৃক Editor
০ মন্তব্য 58 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ফার্মেসী মালিকদ্বয়কে ৩৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। উপজেলার বুধহাটা বাজারে বৃহস্পতিবার দুুপুর দেড়টায় মেসার্স ইনসাফ মেডিসিন কর্ণারের মালিক আশরাফুল আলমকে ২০ হাজার টাকা এবং জনসেবা ফার্মেসীর স্বত্ত¡াধিকারী রবিউল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার নির্বাহি ম্যাজিস্ট্রেট কৃষ্ণা রায় এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালান। এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে মেসার্স ইনসাফ মেডিসিন কর্ণারের স্বত্ত¡াধিকারী আশরাফুল আলমকে ড্রাগ আইন ১৯৪০ এর ‘খ’ ও ‘গ’ ধারায় ২০ হাজার টাকা এবং জনসেবা ফার্মেসীর স্বত্ত¡াধিকারী রবিউল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতে অভিযানে এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ড্রাগ পরিদর্শক বাসারাত হোসেন ও বিজিবি সদস্যবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন