আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে মাদক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলীফ রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আশাশুনির সদর ইউনিয়নের সবদলপুর গ্রামের মৃত অমূল্য দাস এর পুত্র প্রসাদ কুমার দাসকে ২০১৮ সালের ৩৬ এর ১ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ সময় সাতক্ষীরা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক বিজন কুমার মজুমদার সহ সঙ্গীয় ফোর্স, অফিস সহকারি আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।