হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে ভাঙ্গন-কবলিত এলাকা পরিদর্শন ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেন -জেলা প্রশাসক

আশাশুনিতে ভাঙ্গন-কবলিত এলাকা পরিদর্শন ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেন -জেলা প্রশাসক

কর্তৃক
০ মন্তব্য 84 ভিউজ

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনিতে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও পান পানিবন্দি অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। রবিবার বিকালে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় আশ্রয় নিয়ে আশাশুনি সদর ইউনিয়নের জেলেখালি দয়ারঘাট ও গাছতলার পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে ভাঙ্গন কবলিত এলাকা সদর ইউনিয়নের জেলেখালি ও দয়ার ঘাট পরিদর্শন করেন।

এরপরে নদী ভাঙ্গন কবলিত হাজরাখালী বাঁধ পরিদর্শন করেন। এ সময় তিনি সদর ইউনিয়নের ভাঙ্গনকবলিত ৭টি বাঁধ দ্রুত সংস্কার করায় উপজেলা চেয়ারম্যান ও সদর ইউনিয়ন চেয়ারম্যান কে ধন্যবাদ জানান। ভাঙ্গনকবলিত অবশিষ্ট বাঁধ মেরামতের জন্য তিনি ওয়াপদা এক্সচেঞ্জের সাথে কথা বললে তখন এক্সচেঞ্জ বলেন বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে অবশিষ্ট বাঁধ গুলো মেরামতের সিদ্ধান্ত নেয়া হয়েছে দুই-একদিনের মধ্যে বাঁধ নির্মাণ কাজ শুরু হবে।

এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, সহকারী কমিশনার ভূমি শাহিন সুলতানা, ওয়াবদার এক্সচেঞ্জ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, সদর ইউপি চেয়ারম্যানস ম সেলিম রেজা মিলন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন