আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনিতে পহেলা বৈশাখ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪২৯ পহেলা বৈশাখ ও বর্ষবরন উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে যেয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম), পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, পিআইও সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, আরডিও বিশ্বজিৎ ঘোষ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান প্রমুখ।
সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মুন্নাহার পারভিন, বিশাখা, কৃষ্ণা, প্রিয়া ও তৃষ্ণা। এছাড়া দিনভর উপজেলা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ পালনের খবর পাওয়া গেছে।