আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে বিদ্যুৎ বিহীন থাকায় ১৩০ পরিবারের নতুন বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাাকিম। বৃহস্পতিবার সকালে এ বিদ্যুৎ সংযোগের এলাকা পরিদর্শন শেষে তিনি এ ব্যবস্থা করেন। উপজেলার বুধহাটা ইউনিয়নের দক্ষিণ চাপড়ায় আদর্শ গ্রামে বিদ্যুৎ সুবিধাবঞ্চিত মানুষের বাড়িতে বাড়িতে যেয়ে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সাথে নিয়ে এ নতুন বিদ্যুৎ সংযোগের কাজ পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, শেখ হাসিনার অঙ্গীকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার শ্লোগানকে বাস্তবায়ন করার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার এলাকায় কোন মানুষ বিদ্যুৎ থেকে সুবিধা বঞ্চিত হবে না প্রত্যেকের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। এছাড়া আগামী এক সপ্তাহের ভিতর বিদ্যুৎ লাইন দেওয়ার আশ্বাস জানান, আশাশুনি পল্লী বিদ্যুতের সহকারী প্রকৌশলী সুরুজয় পাল, এসময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সম্ভুজিত মন্ডল, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সাংবাদিক বি এম আলাউদ্দীন, সাবেক ছাত্রনেতা ওমর ছাকী পলাশসহ আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।