এম,এম সাহেব আলী, আশাশুনি :
আশাশুনিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে বৃক্ষরোপন করা হয়েছে। শনিবার সকালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আশাশুনি উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
বৃক্ষরোপণ উদ্বোধন শেষে এবিএম মোস্তাকিম বলেন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী মহিয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দি থাকা কালীন সময়ে তিনি আন্দোলন-সংগ্রামের দিকনির্দেশনা প্রদান করতেন।
এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আ’লীগ নেতা আইয়ুব আলী, ফকির কামরুল ইসলাম, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।