হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম

আশাশুনিতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম

কর্তৃক
০ মন্তব্য 100 ভিউজ

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনিতে ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় প্রকল্পের আওতায় ১৪ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার

বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণকালে প্রতিবন্ধীদের ১৪ জন প্রতিবন্দির মাধ্যে ৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়েছে।

এরা হলো মধ্যে মহিষাডাঙ্গা গ্রামের অনিমেষ সরকারের পুত্র রিয়া সরকারকে হুইল চেয়ার, আগরদাঁড়ি গ্রামের শফিকুল মোল্যার পুত্র আব্দুর রহমানকে একটি কর্ণার চেয়ার ও আর আর গ্রামের মহাদেব বাছাড়ের পুত্র প্রকাশ বাছাড়কে একটি স্পেশাল চেয়ার বিতরণ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম

মোস্তাকিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি এপি ওয়ার্ল্ড ভিশন এরিয়া ক্লাস্টার মিথিলা ম্যানজিস, জেলা সমন্বয়কারী সমতা প্রকল্পের প্রতিভা বিকাশ সরকার, ওয়ার্ল্ড ভিশন সমতা প্রকল্পের প্রজেক্ট অফিসার হারুন-অর-রশিদসহ প্রকল্পের নেতৃবৃন্দ প্রমুখ ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন