আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে প্রতাপনগরে মৎস্য ঘেরে যাতয়াতের পথ বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে বাবুল হোসাইন গাজী মারাত্বক জখম হওয়ার অভিযোগ পাওয়াগেছে। গতকাল সকালে এ ঘটনাটি ঘটেছে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যানপুর গ্রামে। এ ব্যাপারে বাদী হয়ে কল্যানপুর গ্রামের মৃত আবু তালেব গাজীর পুত্র জখমী বাবুল হোসাইন গাজী আশাশুনি থানায় একটি এজাহার দায়ের করেছে। এজাহার সুত্রে জানাগেছে কল্যানপুর গ্রামে বাবুল গাজীর সাথে একই গ্রামের মৃত রজব আলী গাজীর পুত্র জিয়াদ গাজী পাশাপাশি মৎস্য ঘের করে আসছে। তাদের সাথে পূর্ব বিরোধ থাকায় প্রতিপক্ষ জিয়াদ গাজী ও তার লোকজন বাবুল গাজীর মৎস্য ঘেরে বিভিন্ন সময় ক্ষয়ক্ষতি করে। এ নিয়ে প্রতিবাদ করায় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে জানালে ক্ষিপ্ত হয়ে বাবুল গাজীর মৎস্য ঘেরে যাতায়াতের পথ বন্ধ করে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার ত্রাস নাশকতা সৃষ্টকারী জিয়াদ গাজী , তার পুত্র সাইদুল গাজী সহ তাদের দলীয় লোকজন বাবুল হোসাইন গাজীকে পিটিয়ে মারাত্বকভাবে জখম করে। জখমীকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আশাশুনি থানার ওসি মাহফুজুর রহমান লিখিত এজাহার পেয়ে ঘটনাস্থলে এসআই হাসানকে তদন্তের জন্য নির্দেয় দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।