নিজস্ব প্রতিনিধি :
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ আবদুস সালামের নেতৃত্বে এএসআই মোকাদ্দেস হোসেন অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের সন্তোষ ঘোষের ছেলে লিটন ঘোষকে ও শংকর ঘোষের ছেলে জয় ঘোষকে আটক করে।
এ ব্যাপারে থানায় ১১(৩)২০২০ নং মামলা রুজু করা হয়েছে। অপরদিকে, এএসআই মিলন হোসেন অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ বুধহাটা ইউনিয়নের হাজীডাঙ্গা গ্রামের আলাউদ্দীন সরদারের ছেলে বাবু সরদারকে গ্রেফতার করে। এব্যাপারে থানায় ১২(৩)২০২০ নং মামলা রুজু করা হয়েছে।