হোম খুলনাসাতক্ষীরা আশাশুনিতে পাচারের শিকার উপকারভোগীকে পুনরেকত্রীকরণ সহায়তা প্রদান

আশাশুনিতে পাচারের শিকার উপকারভোগীকে পুনরেকত্রীকরণ সহায়তা প্রদান

কর্তৃক Editor
০ মন্তব্য 6 ভিউজ

সংকল্প ডেস্ক:

‘বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে একটি সমন্বিত প্রকল্প” এর আওতায় আশাাশুনিতে পাচারের শিকার উপকারভোগীকে পুনরেকত্রীকরণ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দাতা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির অর্থায়নে ও আন্তর্জার্তিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় ”মানবাধিকার সংগঠন রাইটস যশোর” এর বাস্তবায়নে অনুষ্ঠানে সৌদি আরব হতে উদ্ধারকৃত পাচারের শিকার রোজিনা খাতুনকে প্রকল্পের আওতায় একটি উন্নত জাতের গাভী প্রদান করা হয়। উপজেলার খলিসানী গ্রামের রোজিনা খাতুনের হাতে গাভী তুলে দেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এসময় আইওএম প্রজেক্ট, রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার প্রনব কুমার দাস এবং শামীম রেজা ও আছের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন