হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে নির্মাণ শ্রমিক ইউনিয়নে মেয়াদ উত্তীর্ন কমিটি

আশাশুনিতে নির্মাণ শ্রমিক ইউনিয়নে মেয়াদ উত্তীর্ন কমিটি

কর্তৃক
০ মন্তব্য 141 ভিউজ

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনিতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের মেয়াদ উত্তীর্ন হলেও এখনো সভাপতি দাবী করে অবৈধভাবে আনুলিয়ায় ভুয়া কমিটি দিয়ে অফিস উদ্বোধন করার অভিযোগ উঠেছে। গতকাল বিকালে আনুলিয়া বাজারে ইউপি সদস্য আনন্দ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন প্রধান অতিথি হিসাবে উপস্থিত দেখিয়ে শ্রমিক ইউনিয়নের আনুলিয়া ইউনিয়ন কমিটি গঠন ও অফিস উদ্বোধন করেছে দেখানো হয়েছে । অনুষ্ঠানে বিশেষ অতিথি আশাশুনি উপজেলা ইমারত ইউনিয়ন শ্রমিক ইউনিয়নের মেয়াদ উত্তীর্ন কমিটির সভাপতি আহসান হাবিব,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ সোলায়মান। এ সময় উপস্থিত ছিলেন অবৈধভাবে ঘোষিত আনুলিয়া ইউনিয়ন ইমারত শ্রমিক ইউনিয়নের কমিটির সভাপতি আজিজুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শাহমত আলী। ইমারত ইউনিয়ন শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন আমি উক্ত অফিস উদ্বোধন ও কমিটি গঠনের উপস্থিত ছিলাম না এপরও আমাকে উপস্থিত দেখানো হয়েছে। তাছাড়া দীর্ঘদিন আশাশুনি উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের মেয়াদ শেষ হয়। কিন্তু নতুন কোন উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন কমিটি গঠন করা হয়নি। তাহলে কমিটির সাবেক সভাপতি আহসান হাবিব (রেজিঃ নং-২১৭০) এর নতুন সভাপতি দাবী করে কিভাবে আনুলিয়া ইউনিয়ন ইমারত শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করে ও অফিস উদ্বোধন করল যা সম্পূর্ন অবৈধ। আহসান হাবিব সভাপতি পরিচয় দিয়ে অর্থ বানিজ্য করতে অবৈধভাবে বিভিন্ন ইউনিয়নে কমিটি অনুমোদন দিচ্ছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন