হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে নিরাপদ সড়ক নিশ্চিতে পুলিশের বিশেষ অভিযান

আশাশুনিতে নিরাপদ সড়ক নিশ্চিতে পুলিশের বিশেষ অভিযান

কর্তৃক Editor
০ মন্তব্য 141 ভিউজ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনিতে নিরাপদ সড়ক নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দিনভর আশাশুনি টু সাতক্ষীরা সড়কের কুল্যার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার আলহাজ্ব শেখ ইয়াছিন আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে সড়কে চলালরত বাস, মিনিবাস, মাইক্রোবাস, ট্রাক, মটরসাইকেল, নসিমন, ইজিবাইক, চার্জার ভ্যানসহ সকল প্রকার যানবাহন থেকে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ও এলইডি লাইট অপসারণ করা হয়। অভিযার চলাকালে ২টি রেজিষ্ট্রেশন বিহীন মটরসাইকেল এবং অর্ধশত হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। অভিযানে আশাশুনি থানার এসআই নূরনবী, এএসআই কায়সারুল ইসলাম, কবির হোসেন অংশ নেন। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে বলে জানাগেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন