এম,এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে নাগরিক সমাজের বিভিন্ন দাবি দাওয়া বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মৎস্যজীবি সমিতির কার্যালয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক সমাজের সভাপতি আশাশুনি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ রহুল আমিন। সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহ-সভাপতি প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি, ডাঃ আশুতোষ রায়, সাধারন সম্পাদক জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, যুগ্ম সম্পাদক জাতীয় পার্টির সাধারন সম্পাদক এস এম ইয়াহিয়া ইসলাম, প্রভাষক মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, দপ্তর দম্পাদক উপজেলা মৎস্যজীবি সমিতির সাধারন সম্পাদক নাসির উদ্দীন, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক এস এম সাহেব আলী, ধর্ম সম্পাদক স্বপন বিশ্বাস, , স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ তারিক হোসেন, সহ-স্বাস্থ্য সম্পাদক ডাঃ বঙ্কিম চন্দ্র, কৃষি সম্পাদক জুলফিকার আলী সহ শিল্প ও বানিজ্য জাহিদুল ইসলাম বাবু, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মান্নান মোল্যা, দূর্যোগ ব্যবস্থানা সম্পাদক রহুল আমিন, সদস্য ডাঃ বিক্রম কুমার মন্ডল, বিভূমি কুমার সানা, নাসির সরদার প্রমুখ।
সভায় নাগরিক সমাজের নেতৃবৃন্দ বলেন আশাশুনির মানিকখালী ব্রীজ থেকে অবিলম্বে উপজেলা মোড় পর্যন্ত যোগাযোগ সড়ক নির্মাণ, দয়ারঘাট জেলেখালীতে টেকসই ওয়াপদা বেড়িবাঁধ নির্মাণ করতে হবে, একটি কলেজিয়েট স্কুল এ্যান্ড প্রতিষ্ঠান করার সহায়তা করা, হাটবাজারের জন্য স্থায়ী জায়গা নির্ধারণ করা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে পদক্ষেপ গ্রহন করা, নদীখনন ও স্থায়ী টেকসই ওয়াপদা বেড়িবাঁধ নির্মাণে বিষয়ে উদ্যেগ গ্রহন। বাজারে আরও দুটি টয়লেট নির্মাণ ও সামাজিক সকল বিষয়ে অবক্ষয় রোধে উদ্যেগ গ্রহন করা। এসকল অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান নাগরিক সমাজের নেতৃবৃন্দ।