হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে দুই গাঁজা সেবনকারীকে মোবাইল কোর্টে ৫হাজার টাকা জরিমানা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনিতে পুলিশী অভিযানে ৪ গাঁজা সেবনকারীকে আটক করা হয়েছে। পুলিশের অভিযানে আটককৃত ৪ জনের মধ্যে ২ জনের মোবাইল কোর্ট পরিচালনা করে ৫হাজার টাাক জরিমানা করা হয়। অপর দিকে দু’জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গতকাল দুপুরে উপজেলার বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মামুন অভিযান চালিয়ে বিড়ির মধ্যে গাঁজা ঢুকিয়ে সেবনকালে বুধহাটা গ্রামের আঃ ছাত্তারের ছেলে শরিফুজ্জামান, শ্বেতপুর গ্রামের আঃ গফুর সরদারের ছেলে অমেদ আলী, কুল্যা গ্রামের মুক্তার সরদারের ছেলে আঃ মান্নান ও শ্বেতপুর গ্রামের মৃত আকিমুদ্দিন সানার ছেলে সোহরাবকে আটক করেন।

এসময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলাতানা মোবাইল কোর্ট পরিচালনা করে শরিফুজ্জামান ও অমেদ আলীকে ২৫০০ টাকা করে ৫ হাজার টাকা জরিমানা করেন। মান্নান ও সোহরাবকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন