আশাশুনি প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় আশাশুনিতে সনাতন ধর্মালম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রা নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়।
অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্যের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এ বি এম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নুর, জেলা আ’লীগ নেতা আশাশুনি কৃষকলীগের উপদেষ্টা রাজ্যেশ্বর দাশ, থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, আশাশুনি সেবাশ্রম সংঘের অধ্যক্ষ বিশ্ব প্রানানন্দজি মহারাজ, উপজেলা আ’লীগের সহসভাপতি ঢালী মোঃ সামছুল আলম, বুদ্ধদেব সরকার, সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরন চক্রবর্তী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, হুমায়ুন কবির সুমন, ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, মাহবুবুল হক ডাবলু, জগদীশ চন্দ্র সানা, দীপংকর বাছাড় দিপু, দীপঙ্কর সরকার দ্বীপ, ওমর সাকি পলাশ, ওসি তদন্ত রফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, সাধারন সম্পাদক মতিলাল সরকার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাবেক জেলা পরিষদের সদস্য মহিতুর রহমান, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক এমএম সাহেব আলী, উপজেলা হিন্দু, বৈদ্য-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল কুমার মন্ডল, সাধারন সম্পাদক মৃন্ময় মল্লিক, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম সাহেব আলীসহ উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ।
প্রধান অতিথি ডাঃ আফম রুহুল হক এমপি ও বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ এবিএম মোস্তাকিম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে অশুভ শক্তির বিনাশে যুদ্ধ ঘোষণা করেছিলেন তেমনি ভাবে আমাদের দেশে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে যারা থামিয়ে দিতে চায় সেই সব স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখে দিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে হবে। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি মঙ্গল শোভাযাত্রা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত পূর্ণ্যার্থী নারী পুরুষ অংশগ্রহণ করে। আশাশুনি থানা পুলিশের নিঃচ্ছিদ্র নিরাপত্তায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই জন্মাষ্টমী অনুষ্ঠান শেষ হয়েছে।