আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনিতে গ্রাম আদালত অগ্রগতি বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নামজুল হুসেইন খাঁন।
ইউএনডিপির ডিএফ এস এম রাজু জবেদের সঞ্চালনায় সভায় উপজেলার সকল ইউপি সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ অংশ নেন। সভায় গ্রাম আদালতের মাসিক রিপোর্ট প্রস্তুত, গ্রাম আদালত পরিচালনার জন্য আদালত সহকারীর বিকল্প সিদ্ধান্ত, প্রত্যেক মাসে মামলা গ্রহন, নিস্পত্তি ও রেজিষ্টার সঠিক ভাবে প্রস্তুত করা নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ভিজিডি কর্মীদের পরিবর্তে আদালত সহকারীদের তদস্থলে নিয়োগ দিয়ে ভিজিডি সহকারী ও আদালত সহকারীর দায়িত্ব একই সাথে পালনের ব্যবস্থা করার ব্যাপারে সহমত পোষণ করেন। বিষয়টি যথাযথভাবে আলোচনা করে পদক্ষেপ গ্রহনের ব্যাপারে তিনি আশ্বস্থ করেন।
s