হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে গৃহহারাদের মাঝে আনোয়ার সিমেন্ট সিট বিতরণ

আশাশুনিতে গৃহহারাদের মাঝে আনোয়ার সিমেন্ট সিট বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 112 ভিউজ

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনিতে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষেদের মাঝে আনোয়ার সিমেন্ট সিট বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে চাপড়া বাস টার্মিনাল ফুটবল মাঠে সিমেন্ট সিট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সেনাবাহিনীর সহযোগিতায় ত্রাণ স্বরূপ অসহায় মানুষের ভেঙ্গে যাওয়া ঘর পুনঃ নির্মানের জন্য ও কিছু ক্ষতিগ্রস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার কাজের জন্য বিনামূল্যে সিমেন্ট সিট বিতরণ করা হয়।

উপজেলার ৩২ টি পরিবারের মধ্যে ও কুল্যার একটি মসজিদে আনোয়ার সিমেন্ট সিট বিতরণ করা হয়। প্রত্যেক প্যাকেজে আনুমানিক আট হাজার টাকার মালামাল রয়েছে। সেনা বাহিনীর কর্মকর্তাবৃন্দ ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরনে সেনাবাহিনীকে সার্বিকভাবে সহযোগিতা করেন আশাশুনি উপজেলার আনোয়ার সিমেন্ট শীট এর এজেন্ট (মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ) এর স্বত্তাধিকারী মোঃ একরামুল কবির এবং আনোয়ার সিমেন্ট সিটের মার্কেটিং অফিসার আল-আমিন সরকার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন