আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে পুলিশী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে রবিবার রাত ৯.১৫ টায় এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার এএসআই মিলন হোসেনসহ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় আশাশুনি সদরের পশ্চিমপাড়া এলাকার নুর ইসলাম সরদারের ছেলে রাহানুল আবেদীন ওরফে রাকিব বাবু (২২) কে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ আশাশুনি এলাকা হতে হাতেনাতে আটক করেন। পরে এসংক্রান্ত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৯(৮)২০২০ নম্বর মামলা রুজু করে আটককৃত আসামীকে বিচারার্থে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।