হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে কোভিভ-১৯ নভেল করনা ভাইরাসের উপসর্গে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন

আশাশুনিতে কোভিভ-১৯ নভেল করনা ভাইরাসের উপসর্গে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন

কর্তৃক
০ মন্তব্য 134 ভিউজ

আশাশুনি প্রতিনিধিঃ

আশাশুনিতে কোভিড-১৯ নভেল করোনা ভাইরাসের উপসর্গে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত শেখ সোহরাব আলীর দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় তার মৃতদেহ খুলনা থেকে নিজ গ্রাম দরগাহপুরে পৌঁছায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় দরগাহপুর কলেজিয়েট বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ শেখ আবদুস সবুর। জানাজার নামাজ শেষে তাকে তার নিজস্ব পারিবারিক কবরস্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে, উপজেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক প্রশাসনিক দাফন টিমের মাধ্যমে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত শেখ সোহরাব আলীর পরিবার সূত্রে জানা গেছে, তিনি জুন মাসের শুরুতে তার কর্মস্থান মানিকগঞ্জের আরিচায় যোগদান করেন। যোগদানের এক সপ্তাহপরে তিনি অসুস্থ হয়ে সেখানে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। পরে তাকে মানিকগঞ্জের উথলি স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করার জন্য নমুনা প্রদান করেন। রিপোর্ট আসার পূর্বেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। শারীরিক অবস্থা অবনতির কারণে তার পরিবারের পক্ষ থেকে তাকে খুলনায় নিয়ে আসা হয় এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। ঢাকা রিপোর্ট পেতে দেরি হাওয়ায় গত ২২শে জুন তার আবারও খুলনা মেডিকেল কলেজে করোনা পরীক্ষা করার জন্য নমুনা প্রদান করা হয়। গত ২৪ তারিখে মানিকগঞ্জ এবং খুলনার রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। তার পরিবার সূত্রে আরো জানাগেছে, শেখ সোহরাব আলী হার্ট জনিত রোগে উচ্চরক্তচাপে ভুগছিলেন। এদিকে করোনা ভাইরাজে মৃত ব্যক্তির সংস্পর্শে থাকায় পাশের পাঁচ সদস্যের একটি বাড়ি লক ডাউন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলী রেজা। দাফন প্রক্রিয়া সম্পন্ন করার সময় দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, আশাশুনি থানার এস আই মামুন হোসেন, এ এস আই মোকাদ্দেস হোসেনসহ সঙ্গীয় ফোর্স, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল গফফার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, গ্রাম পুলিশ বৃন্দ ও আত্মীয়-স্বজন জানাজা নামাজে অংশগ্রহণ করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন