হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে ওসি গোলাম কবিরের সাথে উপজেলা খ্রীষ্টান এ্যাসোসিয়েশন শাখার নেতৃবৃন্দের মতবিনিময়

আশাশুনিতে ওসি গোলাম কবিরের সাথে উপজেলা খ্রীষ্টান এ্যাসোসিয়েশন শাখার নেতৃবৃন্দের মতবিনিময়

কর্তৃক Editor
০ মন্তব্য 107 ভিউজ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনি থানার অফিসার ইনচার্জ গোলাম কবিরের সাথে বাংলাদেশ খ্রীষ্টান এ্যাসোসিয়েশন আশাশুনি উপজেলা শাখার নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। মঙ্গলবার সকালে আশাশুনি অফিসার ইনচার্জের কার্যালয়ে উপজেলা খ্রীষ্টান এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ উপস্থিত হয়ে ২৫ শে ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে এ মতবিনিময় করেন। মতবিনিময় কালে ওসি মু. গোলাম কবির আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন ধর্ম যার যার, উৎসব সবার। সামাজিক দুরুত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে শুভ বড়দিন পালনের কথা বলেন।

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান যাতে পালন করতে পারে সেব্যাপারে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে থাকবে। কোনরুপ অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। এ সময় ছিলেন সেকেন্ড অফিসার এস আই হাসানুজ্জামান, এস আই মু. আজিজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, নুরনবী উপজেলা রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি এম এম সাহেব আলী উপজেলা খ্রীষ্টান এ্যাসোসিয়েশন সভাপতি পিউস হালদার, সহ-সভাপতি মথি সিং, সেক্রেটারী শিক্ষক মিঃ লালন সরকার, সাংস্কৃতিক সম্পাদক যাকোব আচারী, সহ-সেক্রেটারী জগদীশ মন্ডলসহ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন