হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে এমপি রুহুল হকের পক্ষে ত্রাণ বিতরণ

আশাশুনিতে এমপি রুহুল হকের পক্ষে ত্রাণ বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 100 ভিউজ

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি উপজেলার শ্রীউলায় সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শ্রীউলা ইউনিয়নে নদী ভাঙ্গন কবলিত এলাকার ৩০০ পরিবারের মাঝে সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি ত্রাণ সহায়তা প্রদান করেন। প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, আধা লিঃ তেল, ১ কেজি লবণ ও ১টি করে সাবান প্রদান করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ করেন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি প্রতিনিধি শম্ভুজীৎ মন্ডল এবং আশাশুনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, যুবলীগ নেতা তৌষিকে কাইফু, কৃষকলীগ নেতা আহসান, শ্রীউলা সম্ভাব্য ইউপি চেয়ারমম্যান প্রার্থী প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু, কুল্যার সম্ভাব্য চেয়ারম্যা প্রার্থী ওমর ছাকি পলাশ, কালিগঞ্জ ছাত্রলীগ সভাপতি ফিরোজ শাহরিয়ার, আ’লীগ নেতা আলাউদ্দিন লাকী, আঃ খালেক, আঃ ছাত্তার, প্রকাশ গাইন, মনি মন্ডল এবং ছাত্রলীগ, যুবলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন