স্টাফ রিপোর্টার:
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে উন্নয়ন সংস্থার পিপিইপিপি-ইইউ প্রকল্পের উপকার ভোগিদের মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মিটিং অনুষ্ঠিত হয়।
ইইউ ও পিকেএসএফ অর্থায়ন ও সহযোগিতায় এনজিও উন্নয়ন এর বাস্তবায়নে শোভনালী ও বুধহাটা ইউনিয়নের পিপিইপিপি-ইইউ প্রকল্পের উন্নয়ন সংস্থার উপকারভোগিদের নিয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় উন্নয়ন সংস্থার টেকনিক্যাল অফিসার নিউট্রেশন সাইদুর রহমান, প্রোগ্রাম অফিসার জীবিকায়ন মুনশী মোঃ কুতুব উদ্দীন, টেকনিক্যাল অফিসার মবিলাইজার আলী মোর্তজা প্রমুখ আলোচনা রাখেন। সভায় জানান হয়, উপকার ভোগিদের ২২৫টি পানির ট্যাংকি, হাঁস-মুরগি, গরু, ছাগল, মাছসহ ক্ষুদ্র ব্যবসার জন্য ৩ কোটি টাকার অনুদান প্রদান, ১৪ টি স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন, মেয়েদের সামাজিক উন্নয়ন কেন্দ্র, মা ও শিশু ফোরাম, দম্পত্তি ফোরাম গঠন এবং ফোরাম সদস্যদের সরকারি সেবা প্রাপ্তি সম্পর্কে অবহিত করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় সকলকে সরকারি সেবা প্রাপ্তির অধিকার সম্পর্কে আলোকপাত পূর্বক সেবা সমূহ পেতে করনীয়তা সম্পর্কে অবহিত করেন। সাথে সাথে তাদের সমস্যা ও প্রকল্পের মাধ্যমে প্রাপ্যতা সম্পর্কে অবহিত হন এবং বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।