স্টাফ রিপোর্টার:
আশাশুনি উপজেলার কুল্যায় একটি ইটভাটা ও দাদপুরে অবৈধ সড়ক দখল রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুর ১.৩০ টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন মোবাইল কোর্ট পরিচালনা করেন। প্রথমে বুধহাটা বাজারের পাশে ইরাবতি ব্রিক্স এ মোবাইল কোর্ট পরিচালনাকালে ভাটায় গাছ-কাঠ জ্বালানো, টায়ার পোড়ানো, জমি ডিড নিয়ে হারির টাকা পরিশোধ না করা, জমির মালিকদের নামে মামলা করাসহ বিভিন্ন বিষয় দেখেন। মোবাইল কোর্ট হবে জানতে পেরে ভাটা মালিক হোসেন আলী গা ঢাকা দেন বলে জানাগেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন ভাটা মালিককে মঙ্গলবার প্রয়োজনীয় কাগজপত্রসহ তাঁর কার্যালয়ে হাজির হতে আদেশ প্রদান করেন। পরে ইউনিয়নের দাঁদপুর গ্রামে খালের দু’ধারের রাস্তায় অবৈধ দখল নিয়ে ঘেরাবেড়া দিয়ে শাক-সবজী চাষ করে যাতয়াতের পথ বন্ধ করার অবিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট চলাকালে এলাকাবাসীর সহযোগিতায় ঘেরাবেড়া ও আবাদকৃত সাক-সবজী অপসারণ করা হয়।
এসময় সেনা বাহিনীর ওয়ারেন্ট অফিসার বিপ্লব মিয়া, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তুষার কান্তি মাহাতো তাঁর সাথে ছিলেন।