হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে ইউপি সদস্যের বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ

আশাশুনিতে ইউপি সদস্যের বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ

কর্তৃক
০ মন্তব্য 94 ভিউজ

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি সদর ইউনিয়নের ইউপি সদস্যের বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ইউপি সদস্য তার পরিবারের একাধিক ব্যক্তির নামে এবং নিজের নামেও একটি ত্রাণ উত্তোলন করেছেন বলে জানাগেছে। এছাড়া ইউপি সদস্য তার নিজের ওয়ার্ড, তথা ইউনিয়ন পেরিয়ে ভিন্ন ইউনিয়নে বসবাস করা তার আত্মীয় স্বজনদের নামে-বেনামে ত্রাণ উত্তোলন করেছেন বলে বিভিন্ন স্থানে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা হতে দেখা গেছে। জানাগেছে, সুপার সাইক্লোন আম্পান ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে বিভিন্ন প্রতিষ্ঠান আশাশুনি সুশীলন এনজিও’র তত্বাবধানে ও ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে তালিকা তৈরী করে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসকল ত্রাণ প্যাকেজের মধ্যে ১টি ত্রিফল, ১টি বালতি, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট ও রশি ছিলো। অসহায়দের জন্য ত্রাণের তালিকা প্রস্তুতকালে আশাশুনি সদর ইউনিয়নের ইউপি সদস্য তারক মন্ডল তার নিজের নামে, কয়েক জন ভাইয়ের নাম, ভিন্ন ইউনিয়নের বাসিন্দা বোন কালিদাসি মন্ডল, আপন চাচাতো ভাই বিপুল মন্ডল, সমীরণ মন্ডল ও তাদের মায়ের নাম বসিয়ে দেন। যেখানে কিনা প্রতিটি ব্যক্তি স্বচ্ছল ও ধর্ণাঢ্য ব্যক্তি। সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দা প্রতিরাম মন্ডল বলেন মেম্বারের ভাইয়ের একটি গাছ আমার ঘরের উপর পড়ে আমার ঘরটি সম্পূর্ণ ভাবে ভেঙ্গে গেছে। কিন্তু ত্রাণ বা সহযোগীতা পাওয়া তো দূরের কথা, নিজের খরচে গাছটি কেটে ফেলতে হবে বলে জানান তিনি। এছাড়া জেলেখালী ও দয়ারঘাট এলাকার একাধিক অসহায় ব্যক্তি বলেন যখন শুধু চাল আসে ইউপি সদস্য তারক মন্ডল আমাদের নাম দেন। কিন্তু যখন বড় ধরণের ত্রাণের প্যাকেজ আসে তখন তিনি তার নিজস্ব কয়েক জনের নামে সে সকল ত্রাণ উত্তোলন করেন। এব্যাপারে জানতে চাইলে আশাশুনি সুশীলনের ফিল্ড অফিসার রুহুল কুদ্দুস বলেন, ঘর-বাড়ী দেখে নয়, তালিকা অনুযায়ী আমরা ত্রাণ বিতরণ করেছি। দূর্ণীতি-অনিয়ম করলে ইউপি সদস্য করে থাকবে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিজের নামে ত্রাণ উত্তোলণের কথা স্বীকার করে ইউপি সদস্য তারক মন্ডল বলেন, আমার ওয়ার্ডের ২২৫ জনের মধ্যে আমি ত্রাণ বিতরণ করেছি। তবে ভিন্ন ইউনিয়নের বাসিন্দা কালিদাসির নামে ত্রাণ বিতরণ করা হয়েছে কিনা তিনি স্পষ্ট করে বলতে পারেন নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি এ প্রতিবেদককে বলেন ইউপি সদস্য তারক মন্ডল প্রতিটি ক্ষেত্রেই স্বজনপ্রীতি করে থাকেন। ত্রাণ বিতরণে অনিয়মের বিষয়টি আমলে নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন