হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে আ’লীগ নেতা শরবতের দোয়া অনুষ্ঠান

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক মরহুম শরবত আলী মোল্লার দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে খাজরা ইউনিয়ন আ’লীগের আয়োজনে গদাইপুর উত্তর পাড়া পুরাতন জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপজেলা আ’লীগ নেতা খাজরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুল ইসলাম মোল্লা, খাজরা ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস মোল্লা ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দ ও মুসল্লীবৃন্দ। হাজারো মানুষের উপস্থিতিতে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু জাফর। উল্লেখ্য গত ১০/৪/২০২০ তারিখে পবিত্র শবে বরাতের দিনে ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের নেতৃত্বে তার বাহিনী কর্তৃক ওয়ার্ড আ’লীগ নেতা শরবত মোল্লাকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে। নিহতের পরিবার ও এলাকাবাসী এ জঘন্য হত্যা কান্ডে জড়িতদের ফাঁসির দাবী জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন