হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে আবারো ভুয়া জেলে সেজে কার্ড করার অভিযোগ

আশাশুনিতে আবারো ভুয়া জেলে সেজে কার্ড করার অভিযোগ

কর্তৃক
০ মন্তব্য 89 ভিউজ

এম এম সাহেব আলী আশাশুনি প্রতিনিধিঃ

আশাশুনিতে বহুল আলোচিত দুর্নীতির আখড়া মামলাবাজ ইউপি সদস্য হেতাইলবুনিয়া গ্রামের মৃত নিরোধ গাইনের পুত্র নীলকন্ঠ গাইন কর্তৃক ভুয়া জেলে সেজে কার্ড করার অভিযোগ পাওয়া গেছে। (২৫ই জুন) বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক লিখিত অভিযোগ সূত্রে ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী সে এবং তার মৎস্যজীবী সমিতির অন্যান্য সদস্যগণ সনাতন সম্প্রদায়ের লোকজন হইতেছেন কিন্তু অতি লোভে নিজের ধর্মকে ভুলে যেয়ে ভুয়া জেলে সেজে মৎস্যজীবি সমবায় সমিতি রেজিস্ট্রেশন করেন। সরেজমিনে ওই এলাকায় উপস্থিত হয়ে দেখা গেছে মামলাবাজ ও তথ্য গোপন কারী ইউপি সদস্য নীলকণ্ঠ গাইন ধাড়িয়াখালি ও হেতাইলবুনিয়া খাল জলমাহলটি শুকৌশলে শ্রেণী পরিবর্তন করে প্রশাসনকে ফাঁকি দিয়ে ছাদসহ পাকা বাড়ি নির্মাণ করে তিনি নিজেই বসবাস করে যাচ্ছেন। এবং সমিতির অন্যান্য সদস্যরা জলমহালের খাল শ্রেণীকে ভেড়িবাঁদ দিয়ে পুকুর তৈরি করে দীর্ঘদিন ভোগ দখল করে যাচ্ছে। যাহা সরকারি জলমহল ইজারা নীতিমালার পরিপন্থী। এই ঘটনার এলাকাবাসীর পক্ষ থেকে সরেজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। এব্যাপারে বড়দল ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা রনজিত কুমার মন্ডলের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমি জানার পর আইন অনুযায়ী ইউপি সদস্য নীলকন্ঠ গাইনসহ সকলকে নোটিশ প্রদান সহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। উল্লেখ্য গত ০৩/০৫/২০২০ তারিখে তার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের লাইন নির্মাণের কথা বলে লক্ষ লক্ষ টাকার আত্মসাৎ করার বিষয় উপজেলা নির্বাহী অফিসার এর নিকট লিখিত অভিযোগ করেন। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকায় সরেজমিনে তদন্ত কার্যক্রম হয়। তদন্তে টাকা আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয় র্মমে তার প্রতিবেদনে উল্লেখ করেন। এবং পেন্ডিং মামলার আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন। এছাড়াও ইউপি সদস্য নীলকন্ঠ গাইন এর বিরুদ্ধে এলাকায় একাধিক দাঙ্গা, হাঙ্গামা, মামলা মোকদ্দমা সহ বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন