হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, পিআইও সোহাগ খান, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী ছাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, প্রভাষক ম. মোনায়েম হোসেন, ইঞ্জিনিয়ার আ ব ম মোছাদ্দেক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন