সংকল্প ডেক্স :
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি করে আল-জাজিরা গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। তিনি বলেন, “আল-জাজিরা বন্ধ করার দরকার নেই, মানুষ বুঝেছে তারা বানোয়াট তথ্য প্রচার করেছে।”
শনিবার (৬ ফেব্রুয়ারি) আর্মি স্টেডিয়ামে মুজিব শতবর্ষে এক্সিম ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
আব্দুল মোমেন বলেন, “একসাথে ছবি থাকলেই কেউ দেহরক্ষী হয় না। আগেও তারা ভুল তথ্য প্রচার করেছে। সরকার আরও যাচাই করবে আল-জাজিরার বিষয়ে।”
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “বাংলাদেশে বিভিন্ন অপরাধ নানা মাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। জেনে যায় সারা বিশ্ব, ক্ষুণ্ণ হয় দেশের ভাবমূর্তি। উন্নত দেশগুলোতে কোনো অংশেই অপরাধ কম হয় না। ওই সব দেশের ভেতরে ও বাইরে সেসব খবর ছড়ায় না।”