হোম আন্তর্জাতিক আলোচনায় বসবে না ইউক্রেন: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের নেতারা রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে অস্বীকার জানিয়েছে।

এতে দেশটিতে রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত থাকবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন দাবি করেছেন।-খবর আরটির

মস্কো বলছে, শুক্রবার রাশিয়ার সামরিক বাহিনীকে অগ্রসর স্থগিত করতে নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি কিয়েভের কাছ থেকে সাড়া পাওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু সাড়া না পাওয়ায় শনিবারও সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বৈরিতা বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে তিনি রাজি আছেন। একইদিন পেসকভ বলেন, বেলারুশের মিনস্কে আলোচনায় বসতে রাজি আছে মস্কো।

পরবর্তী সময়ে তিনি দাবি করেন, ইউক্রেনের পক্ষ থেকে পোল্যান্ডের ওয়ারশতো বৈঠকে বসতে প্রস্তাব দিয়েছিল। কিন্তু এরপর আর তাদের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন