হোম ফিচার আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠার রূপকার শেখ হাসিনা: ডেপুটি স্পিকার

রাজনীতি ডেস্ক:

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠার রূপকার হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠার মহাসড়কে দেশকে নিয়ে এসেছেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) পাবনা জেলার সাঁথিয়া থানার পাড় সংলগ্ন ইছামতী নদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে সপ্তাহব‌্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

শামসুল হক টুকু বলেন, বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। একইভাবে শেখ হাসিনা জীবিত আছেন বলেই দেশ আজ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। তিনি বেঁচে না থাকলে আজ যে আনন্দমুখর পরিবেশে নৌকাবাইচ শুরু হলো তা থাকত না। তিনি সোনার বাংলা বিনির্মাণের পথ প্রশস্ত করেছেন। তিনি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠার মহাসড়কে নিয়ে এসেছেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘জাতির পিতা তার ৫৫ বছরের জীবনে ১৪ বছর কারাগারের অন্তরালে মৃত‌্যুর সঙ্গে লড়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে সপরিবারে হত‌্যার মাধ‌্যমে স্বাধীনতা অর্জনের উৎসবকে ম্লান করে দিয়েছিল কুচক্রী মহল। এর পর বঙ্গবন্ধুকন‌্যা শেখ হাসিনা দেশে ফিরে এসে ধীরে ধীরে তা আবার জাগ্রত করেন।’

তিনি বলেন, ‘সারা বিশ্বে যেখানেই নির্যাতন হোক তার বিরুদ্ধে কথা বলেন শেখ হাসিনা। তিনি আপামর জনতার নেত্রী। মহান এই নেত্রীর জন্মদিনকে সামনে রেখে আমরা প্রতিবছর কৃষক বিনোদন ও নৌকাবাইচের আয়োজন করে থাকি। নৌকা বঙ্গবন্ধু, শেখ হাসিনা, কৃষক, যুবক, মাঝিমাল্লা ও উন্নয়নের প্রতীক।’

সাঁথিয়ার পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান এবং পাবনা জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী উপস্থিত ছিলেন। এ ছাড়া পাবনা জেলা পরিষদের চেয়ারম‌্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, বেড়া পৌর চেয়ারম্যান এস. এম. আসিফ রঞ্জন শামস, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনসহ বেড়া-সাঁথিয়ার স্থানীয় আওয়ামী নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন