হোম খুলনাসাতক্ষীরা আ”লীগের দোসর যখন তাঁতীদল  নেতা 

আ”লীগের দোসর যখন তাঁতীদল  নেতা 

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ
নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির দলীয় নির্দেশনা না মেনে আওয়ামীলীগ কর্মীদের দলে ঢুকানোর অভিযোগ উঠেছে  তালার পাটকেলঘাটায়  গোলাম মোস্তাফা নামে এক তাঁতীদল নেতার বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুদ্ধ হয়ে তার বহিস্কার দাবী জানিয়েছে বিএনপি নেতারা। গোলাম মোস্তাফা যুগিপুকুরিয়া গ্রামের মৃত আব্দুল মোড়লের ছেলে ও তালা উপজেলা তাতীঁদলের আহবায়ক পরিচয় দানকারী।
নাম না জানানোর শর্তে তালা,উপজেলার একাধিক  বিএনপি নেতারা জানান, ২০১৮সালে পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজে  তালা উপজেলা যুবলীগের বর্ধিত সভায় যুবলীগে যোগদান করেন গোলাম মোস্তাফা।এরপর থেকে তৎকালীন আ”লীগ নেতাদের সাথে মিশে অপকর্ম করে বেড়াত। চলতি বছরে ৫আগষ্ট গন অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন  শেখ হাসিনা।  এরপর থেকে গোলাম মোস্তাফা তাঁতীদলের আহবায়ক পরিচয় দিয়ে নিজেকে বিএনপি নেতা হিসাবে জাহির করতে থাকে। এছাড়া দলীয় নির্দেশ না মেনে  আ”লীগ নেতাদের দলে ঢুকিয়ে তাদের নতুন করে তাদের  পুন:বাসন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে অভিযোগ অস্বীকার করেন গোলাম মোস্তাফা জানান, তিনি কোন দিন আ”লীগে যোগদান করেন নি।একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
জেলা তাতীঁদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জানান, গোলাম মোস্তাফা তালার আহবায়ক কমিটিতে আছে কিনা সেটা তার জানা নেই। যদি সে তাতীঁদলের আহবায়ক পরিচয় দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন