হোম ফিচার আলিয়া থেকে পিছিয়ে অলিভিয়া: ইন্ডাস্ট্রির প্রভাব নাকি অন্য কিছু?

বিনোদন ডেস্ক :

বিশ্বজুড়ে উন্মাদনা সৃষ্টি করছে দক্ষিণী সিনেমাগুলো। চমৎকার কাহিনি, গল্প, নির্মাণশৈলীর কারণেই এতটা জনপ্রিয়তা পেয়েছে এই ইন্ডাস্ট্রি। দক্ষিণের সবশেষ আলোচিত সিনেমা ট্রিপল আর। এই সিনেমাই এখন ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছে। আরআরআর সিনেমায় রয়েছেন জনপ্রিয় দুই অভিনেতা।

দুই অভিনেতার একত্রিত অভিনয়ই সিনেমার হাইপ বেড়েছে দ্বিগুণ। রয়েছে বলিউডের মিষ্টি মেয়ে আলিয়া ভাট। এ ছাড়াও ভিনদেশি চরিত্রে অভিনয় করে একজন কুড়িয়েছেন ভালোবাসা।

অলিভিয়া মরিস, একজন হলিউড অভিনেত্রী। তবে ট্রিপল আর সিনেমায় বাঘা বাঘা তারকার সঙ্গে বেশ সাবলীল অভিনয় করেছেন এই অভিনেত্রী। শুধু অভিনয়ই নয়, পাশাপাশি তার সুন্দর মুখশ্রী ও প্রাণবন্ত হাসিতেও পেয়েছে সুনাম। একজন বিদেশি অভিনেত্রী হয়েও অন্য দেশের চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়াটা বড় বিষয়। আর সেটাই করেছেন অলিভিয়া। তবে অন্য তারকার মাঝেই যেন হারিয়ে গেছেন এই বিদেশি তারকা।

অনেকের দাবি, আলিয়ার থেকেও চরিত্রে সময়কাল বেশি থাকা সত্ত্বেও আলোচনায় নাম আসেনি এই অভিনেত্রীর। রাম চরণ বা জেআর এনটি আরের পর হয়তো সবচেয়ে বেশি স্ক্রিনটাইম ছিল অলিভিয়ার। তারপরও ভিনদেশি হওয়ার কারণেই হয়তো নাম শোনা যাচ্ছে না বলিপাড়ায়। তবে তাতে পরিচিতিতে কিন্তু একটুও কম এগিয়ে নেই অলিভিয়া।

তার হাসি ও সুন্দরের পূজারি হয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় তার ছবি দিয়ে বেড়াচ্ছেন। বলাই বাহুল্য, এর আগে বলিউডে বেশ কিছু সিনেমায় ভিনদেশি তারকাদের ব্যবহার হলেও তাদের নিয়ে তেমন কোনো শোরগোল হতে দেখা যায়নি।

সিনেমায় দেখা যায়, অন্যদের থেকে একেবারেই আলাদা ছিলেন সুন্দরী ব্রিটিশ কন্যা জেনি। জেনিকে দেখে মুগ্ধ হয়ে যায় এনটিআর বা সিনেমার ভীম। জেনিকে ধরেই রাজমহলে প্রবেশ করে ভীম। এককথায় বলা যায়, জেনিকে ব্যবহার করেই অনেক কিছু হাসিল করতে চায় ভীম। বলা যায়, বেশ ভালো চরিত্রেই ছিলেন তিনি। তবু কেন যেন সবার পেছনেই পড়ে রইল এই অভিনেত্রী? প্রশ্ন থেকেই যায়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন