হোম অন্যান্যসারাদেশ আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

 

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

আজ বৃহস্পতিবার সকালে কেশবপুরে পিকেএসএফ এর সহায়াতায় সমাধান সংস্থার বাস্তবায়নে পাঁজিয়া ইউনিয়নের যুব কমিটি আায়োজনে এবং বিকালে পাঁজিয়া ইউনিয়ন প্রবীন কমিটির উদ্দোগে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সমাধান সংস্থার সহকারী পরিচালক শফিউল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচির পাঁজিয়া ইউনিয়ন সমন্ময়কারী আশরাফুজ্জামান, ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি অধ্যাপক কপিল উদ্দিন (অবঃ), মাষ্টার আঃ হান্নান, মুকুন্দ মুরারী রায়, কালিপ্রসাদ পাল, যুব কমিটির সোহানুর রহমান ও রজনী খাতুন প্রমুখ। অনুষ্টান সঞ্চালনা করেন শিক্ষা সুপারভাইজার সিদ্দিকুর রহমান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন