জাতীয় ডেস্ক:
আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৬ মে) মন্ত্রণালয়ের উপসচিব মো. রাহেনুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে প্রতারক চক্র বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী হিসেবে পরিচয় দিচ্ছে। এর মাধ্যমে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন মর্মে জানা গেছে।
এতে আরও বলা হয়, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কর্মকর্তাদের নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা দেয়া আছে। সেসব নির্দিষ্ট নম্বর ছাড়া অন্য কোনো নম্বর থেকে ফোন করে এ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিলে, ধরে নিতে হবে সেটি প্রতারণার জন্য করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে এ ধরনের প্রতারক চক্রের ফাঁদে পড়ে আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা হয়েছে।