হোম খেলাধুলা আর্জেন্টিনা শিরোপা জিতলে যা করবেন খেলোয়াড়দের স্ত্রী-বান্ধবীরা

ফুটবল বিশ্বকাপ :

শিরোপা ধরে রাখার মিশনে রোববার (১৮ ডিসেম্বর) ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফাইনালের আগে উৎসবের আমেজ বিরাজ করছে আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে। শিরোপাখরা ঘুচলে খেলোয়াড়রা তো বটেই কী করবেন ফুটবলারদের স্ত্রী-বান্ধবীরাও?

বিশ্বকাপের ফাইনালে ৮ বছর পর আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষা শেষ হলে আর্জেন্টাইনরা যে সেলিব্রেশনে মাতোয়ারা হবেন, সেই বিষয়ে তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিশ্বকাপ জিতলে আনন্দ উদযাপনের পাশাপাশি ভিন্ন এক পরিকল্পনা নিয়েছেন খেলোয়াড়দের স্ত্রী-বান্ধবীরা।

খেলোয়াড়দের গ্যালারিতে বসে উৎসাহ দিতে কাতারে অবস্থান করছেন তাদের স্ত্রী ও বান্ধবীরা। এই সুযোগে তারা একে অপরের সঙ্গে বিভিন্ন আড্ডায় মিলিত হওয়ার সুযোগও পাচ্ছেন। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে ওঠার পর খেলোয়াড়দের স্ত্রী ও বান্ধবীরা যে হোটেলে উঠেছিলেন, সেখানে উৎসবে মাতেন। ডিনার আড্ডায় নাকি তারা এক পরিকল্পনাও সাজিয়েছেন।

আর্জেন্টিনার এক টিভি অনুষ্ঠানে সে পরিকল্পনার কথা জানিয়েছেন লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গী মুরি লোপেজ। তিনি বলেন, ‘আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে কী করা হবে, তা নিয়ে ডিনার আড্ডায় কথা উঠেছিল। তাদের প্রত্যকের নিজস্ব কোনো পরিকল্পনা থাকতে পারে। তবে একটা বিষয়ে আমরা একমত হয়েছি। আর্জেন্টিনার বিশ্বকাপ জিতলে ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আমরা সবাই শরীরে ট্যাটু আঁকাব।’

তবে কী ধরনের ট্যাটু বা কী লেখা থাকবে সেই সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি বলে জানান মুরি। তিনি বলেন, ‘কী ট্যাটু আঁকানো হবে, সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আমাদের কেউ চেয়েছে ট্রফির ছবি, কেউ চেয়েছে তারিখটা আবার কেউ বলেছে আরবি ভাষায় কিছু একটার কথা।’

তাই আপাতত সিদ্ধান্তটা ফাইনালের পরের জন্যই রেখে দিয়েছেন খেলোয়াড়দের স্ত্রী ও প্রেমিকারা। কারণ ফ্রান্সও যে শিরোপা ধরে রাখতে মরিয়া!

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন