হোম খেলাধুলা আর্জেন্টিনায় মেসির নামে সন্তানদের নামকরণের হিড়িক

খেলাধূলা ডেস্ক :

আর্জেন্টিনায় সন্তানদের নাম ‘লিওনেল’ কিংবা ‘লিওনেলা’ রাখার হিড়িক পড়েছে। ক্রমেই বাড়ছে এই সংখ্যা। আর তাতে উচ্ছ্বসিত অভিভাবকরাও। তবে এই নতুন মাত্রা যোগের কারিগর ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি।

গত ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের শিরোপা জিতে আর্জেন্টিনা ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছে। তার পরেই বদলে গেছে ক্রীড়াজগতসহ সারা বিশ্বের বিভিন্ন অঙ্গনের প্রতিচ্ছবি। নায়ক থেকে মহানায়ক বনে গেছেন তারকা মেসি।

আর্জেন্টিনার সান্তা ফে নামের একটি প্রদেশের জন্মনিবন্ধন তথ্য উল্লেখ করে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে ছয় শিশুর ক্ষেত্রে ‘লিওনেল’ কিংবা ‘লিওনেলা’ নামকরণ করা হতো, যেটি ডিসেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে।

সান্তা ফে প্রদেশের জন্মনিবন্ধনের পরিচালক মারিয়ানো গালভেজ এক রেডিও সাক্ষাৎকারে বলেছেন, ‘মেসির পাশাপাশি আর্জেন্টিনার অন্যান্য খেলোয়াড়দের নামেও সন্তানদের নামকরণ করা হচ্ছে। তবে প্রায় সবারই আবদার— সঙ্গে মেসির নামের অংশও জুড়ে দিতে হবে। এই সংখ্যা ক্রমেই বাড়ছে।’

শুধু নামে নয়, বিশ্বের সব জায়গায় চলছে মেসি বন্দনা। যে যেভাবে পারছেন মেসি এবং আর্জেন্টিনাকে স্মরণীয় করে রাখার চেষ্টা করছেন। বাংলাদেশেও উদ্‌যাপিত হয়েছে মেসির জয়গান। এখনও তার রেশ কাটেনি। গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকায় পালিত হয়েছে ‘মেসি নাইট’।

বিশ্বকাপের ২২তম আসরের ফাইনাল ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। নির্ধারিত ও অতিরিক্ত মিলিয়ে দুদলের ১২০ মিনিটের খেলা ৩-৩ গোলে ড্র হলে পেনাল্টি শুটআউটে নির্ধারণ হয় শিরোপার ভাগ্য। যেখানে ৪-২ ব্যবধানে জিতে ট্রফি নিজেদের করে নেয় আলবিসেলেস্তেরা। এর আগে ১৯৭৮ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন