হোম খেলাধুলা আর্জেন্টিনার হারে বুনো উল্লাস ব্রাজিল সমর্থকদের

ফুটবল বিশ্বকাপ :

সৌদি আরবের কাছে বিশ্বকাপের প্রথম ম্যাচ হারায় চরম হতাশ আর্জেন্টিনা দলের বাংলাদেশি ভক্তরা। রাজধানীর বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখার আয়োজনে ছিল সমর্থকদের ঢল। তবে, সব উত্তেজনা ভেস্তে গেছে মেসি-মার্টিনেজদের পারফরম্যান্সে।

এই ম্যাচের জন্য কতো আয়োজন! ঢাকা যেন হয়ে উঠেছিল বুয়েন্স আয়ার্স কিংবা দোহা। বাংলাদেশের অংশগ্রহণ নেই ফিফা বিশ্বকাপে। কিন্তু, রাজধানী ঢাকাকে দেখে তা বোঝার উপায় কই?

শহরজুড়ে বিভিন্ন স্থানে একত্রিত ভক্তরা। প্রিয় দল আর্জেন্টিনার খেলা উপভোগে বড় পর্দার ব্যবস্থা। সারাক্ষণ হই-হুল্লোড়ে লিওনেল মেসিদের সমর্থন জুগিয়েছে তারা। শুরুতে আধিপত্য বিস্তার করা আকাশী-সাদাদের জয়ের অপেক্ষায় ছিল সবাই। কিন্তু, সব উচ্ছ্বাস ম্লান হয়েছে দ্বিতীয়ার্ধের নাটকীয়তায়।

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে ট্রফি হাতে ফিরবেন লিওনেল মেসি- এমন স্বপ্ন দেখছিলেন যারা, তাদের সে স্বপ্নও যেন ভেঙে চুরমার। এদিকে, আর্জেন্টিনার সমর্থকদের দুঃস্বপ্নের মঞ্চে বুনো উল্লাসে মেতেছিল ব্রাজিলের সমর্থকরা। আর্জেন্টিনার বাজে পারফরম্যান্সে গলা ফাটিয়েছে ব্রাজিলের ফ্যানরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারে মহাখুশি তারা।

এক সমর্থক বলেন, আমরা ব্রাজিলের সাপোর্টার। আজকে সমর্থন দিয়েছি এশিয়ার দল সৌদি আরবকে। আর্জেন্টিনার হারে আমরা অনেক খুশি। একটা দল শুধু নামডাক দিয়ে হয় না। ভালো খেলতে হয়। আর্জেন্টিনা সেটা পারে না। অন্যদিকে, এক আর্জেন্টাইন সমর্থক বলেন, এক ম্যাচ হারা মানেই সব শেষ হয়ে যাওয়া নয়। আগামীতে দেখিয়ে দেয়া হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন