হোম খেলাধুলা আর্জেন্টিনার হাজার ফুট লম্বা পতাকা ছিঁড়ে ফেলায় থানায় জিডি

ফুটবল বিশ্বকাপ :

জামালপুরের সরিষাবাড়িতে ১ হাজার ৬০ ফুট লম্বা পতাকা ছিঁড়ে ফেলায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আর্জেন্টিনার সমর্থক মাসুদুর রহমান।

বুধবার (২৩ নভেম্বর) সকালে সরিষাবাড়ি থানায় জিডি করা হয়। এর আগে পৌরসভাধীন সোনালী ব্যাংক কমপ্লেক্স শাখার সামনে আর্জেন্টিনার সমর্থনে টানানো ওই পতাকা ছেঁড়া দেখতে পান তিনি।

সরিষাবাড়ি থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে মাসুদুর রহমান উল্লেখ করেন, ‘আমি একজন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। বর্তমান বিশ্বকাপ খেলার শুরুতেই আমিসহ আর্জেন্টিনার সমর্থকরা মিলে ১ হাজার ৬০ ফুট দৈর্ঘ্যের পতাকা তৈরি করি। যা সরিষাবাড়ি বিজেএমসি মসজিদের সামনে কর্নার থেকে ডাকবাংলোর শেষ পর্যন্ত টানানো আছে।’

জিডিতে বলা হয়, গতকাল ২২ নভেম্বর সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর সন্ধ্যায় ব্রাজিল সমর্থকরা শক্রতাবশত পতাকার পৌরসভাধীন সোনালী ব্যাংক কমপ্লেক্স শাখার সামনে পতাকার অংশ ছিঁড়ে ফেলে। বুধবার সকালে পৌরসভার সামনে এসে পতাকার অংশটুকু ছিঁড়ে ফেলার বিষয়ে আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করলে তারা পতাকাটি কে ছিঁড়েছে সে বিষয়ে কোনো সঠিক উত্তর দিতে পারেনি। ধারণা করা হচ্ছে, ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনা হেরে যাওয়ায় আনন্দ মিছিলের সময় পতাকাটি ছিঁড়ে ফেলেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন তিনি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ তিনি পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে পতাকা ছিঁড়ে ফেলার ঘটনায় সরিষাবাড়ি উপজেলায় আর্জেন্টিনা সমর্থকদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন