হোম এক্সক্লুসিভ আর্চারির জুটি থেকে এবার দাম্পত্যের জুটি রোমান-দিয়া

খেলাধূলা ডেস্ক:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন তীরন্দাজ জুটি দিয়া সিদ্দিকী ও রোমান সানা। বুধবার (৫ জুলাই) নীলফামারী আশা কনভেনশন হলে জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় তাদের।

বিকেএসপি থেকে ন্যাশনাল ক্যাম্পে আসার পর আর্চার রোমান সানার সঙ্গে পরিচয় হয় দিয়া সিদ্দিকীর। প্রথম পর্যায়ে শুধু পরিচয় থাকলেও একপর্যায়ে তা গড়ায় প্রেমের সম্পর্কে। এরপর রোমান সানা বিয়ের আলোচনা তোলেন। এখন পারিবারিকভাবে ঘর বাঁধলেন দেশ মাতানো এই দুই তীরন্দাজ, যারা দেশের হয়ে জিতেছেন স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জসহ বেশ কিছু পদক ।

দিয়ার বিয়ে ঘিরে দেশজুড়ে চলছে আলোচনা। আশীর্বাদ জানিয়েছেন আর্চারি ফেডারেশনের কোচ ও সাধারণ সম্পাদকসহ ক্রীড়াঙ্গনের শ্রদ্ধাভাজনরা। এতে খুশি পরিবার ও স্বজনরাও। রোমান ও দিয়ার গায়ে হলুদেও ছিল বাড়তি উচ্ছ্বাস। আনন্দে মেতেছেন পরিবারের লোকজন।

দিয়ার মা শাহানাজ বেগম বলেন, ‘আমার মেয়ে দেশের গর্ব। সঠিক সময়ে দারুণ এক সিদ্ধান্ত নিয়েছে আমার মেয়ে। আমরা সবাই অত্যন্ত খুশি।’

দিয়ার বাবা নুরে আলম সিদ্দিকী জানান, ‘মেয়ের খুশিতেই বিয়ের আয়োজন। দিয়ার জন্য আমার গর্ব হয়। আপনারা শুধু আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের হেডকোচ মি. মার্টিন ফ্রেডরিখ বলেন, ‘রোমান ও দিয়ার জন্য শুভ কামনা। এই জুটি আমাকে আনন্দিত করেছে।’

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহম্মেদ চপল বলেন, ‘দিয়া-রোমানের বিষয়টি আমরা আগে থেকেই জানতাম। আমরা শুধু চেয়েছিলাম তারা আরও ভালো কিছু করুক। আজ তারা এক হয়েছে, আমরা অত্যন্ত খুশি। আশা করি তার দুজনে এক হয়ে দেশের জন্য আরও ভালো কিছু আনবে। দিয়ার জন্য পরামর্শ থাকবে সে যেন কখনো আর্চারি না ছাড়ে।’

বিয়ের অনুষ্ঠানে কথা হয় দিয়া সিদ্দিকীর সাথে। ব্যক্তিগত জীবনের বাইরে আর্চারি দিয়ে বিশ্ব দরবারে দেশকে তুলে ধরার ইচ্ছার কথা জানিয়ে দিয়া বলেন, ‘আমি সব সময় আমার ব্যক্তি জীবনকে আমার ক্যারিয়ার থেকে দূরে রেখেছি। বিয়ের পরও ইনশাআল্লাহ তাই হবে। আমরা দুজনে জুটি হয়ে আগে যেমন পারফরম্যান্স করেছি বিয়ের পরও করব, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন।’

দিয়া আরও বলেন, ‘আসলে প্রথম দিকে যখন পরিচয় হয় আমি উনাকে(রোমান সানা) ভাইয়া বলেই জানতাম। পরে যখন উনি প্রস্তাব দিলেন তখন একটা সম্পর্ক হয়ে গেল। তার ব্যবহার, চলাফেরা সব আমারও ভালো লাগল, এই আরকি। সবাই দোয়া করবেন।’

রোমান সানা বলেন, ‘এটা সত্যি, প্রেমের প্রস্তাব আমিই প্রথম দেই। সব মিলিয়ে আজ পরিণয়। ভালো লাগছে। আমাদের জন্য দোয়া করবেন।’

দিয়া সিদ্দিকীর বাড়ি নীলফামারী জেলা শহরের পানি উন্নয়ন বোর্ড পাড়া এলাকায়। রোমান সানা খুলনা জেলার কয়রা উপজেলার জয়পুর পূর্ব রুপসা গ্রামের আব্দুল গফুর সানার ছেলে।

২০১৭ সালে আর্চারিতে নাম লেখান দিয়া। এরপর একে একে সফলতা বয়ে আনেন দেশের জন্য। ২০২১ সালের ২৩ মে রোমান সানার সঙ্গে আর্চারি বিশ্বকাপে রিকার্ভ মিশ্র দলগত বিভাগে রৌপ্যপদক জয় করেন দিয়া। যেখানে ফাইনালে বাংলাদেশ নেদারল্যান্ডসের কাছে হেরে যায়। এটি এখনও পর্যন্ত আর্চারি বিশ্বকাপে বাংলাদেশের সেরা ফল।

এদিকে ২০১০ সালে তীরন্দাজিতে সানার অভিষেক হয়। একই বছর তিনি তার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন। ২০১৩ সালের বাংলাদেশ গেমসে রিকার্ভ একক ও দলগত বিভাগে সোনা জয় করেন। ২০১৪ সালে প্রথম এশিয়ান আর্চারি গ্রাঁ প্রি এবং ২০১৭ সালে কিরগিজস্তানে আন্তর্জাতিক আর্চারি টুর্নামেন্টে তিনি স্বর্ণপদক জেতেন।

২০১৯ সালের ১৩ জুন ২০১৯ বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ডে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন কিম ও-জিনকে পরাজিত করেন সানা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন