হোম জাতীয় আরেকটি রেকর্ডে নাম লেখালেন রিজওয়ান

খেলাধুলা ডেস্ক :

পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান মানেই রেকর্ড। আর টি-টোয়েন্টিতে তো তার রেকর্ড রয়েছে বেশ কয়েকটি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার আগেই আরেকটি রেকর্ডে নাম লেখালেন পাক এই ওপেনার। প্রথম পাঁচ ম্যাচে রিজওয়ান আপাতত করেছেন ৩১৫ রান, যা টি-টোয়েন্টিতে দ্বিপক্ষীয় সিরিজে যেকোনো ব্যাটারের সর্বোচ্চ।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে বুধবার (২৮ সেপ্টেম্বর) রিজওয়ান এই কীর্তি গড়েন। ৪৬ বলে ৬৩ রানের ইনিংসের পথে দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নেন ডানহাতি এই ব্যাটসম্যান। পরে প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করেন সিরিজে তিনশ রানের মাইলফলকও।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে রিজওয়ান রান করেছেন যথাক্রমে ৬৮, ৮৮*, ৮, ৮৮ ও ৬৩। আর এতেই টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে তিনশ রানের মাইলফলক ছুঁয়েছেন এই ওপেনার। এর আগে গত জুনে বুলগেরিয়ার বিপক্ষে চার ম্যাচের সিরিজে লেসলি ডানবার খেলেছিলেন ৭০, ৮৯, ৮ ও ১১৭ রানের ইনিংস। সিরিজে তার রান ছিল ২৮৪। তার রেকর্ডটিই এখন নিজের করে নিয়েছেন রিজওয়ান।

পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে ম্যাচ আছে আরও দুটি। রিজওয়ানের সামনে সুযোগ আছে নিজেকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়ার। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সিরিজের ষষ্ঠ ম্যাচে মাঠে নামবে দুই দল। এরই মধ্যে ৩-২ ব্যবধানে সিরিজ এগিয়ে আছে স্বাগতিকরা।

একনজরে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক

১. মোহাম্মদ রিজওয়ান–পাকিস্তান–৫ ইনিংসে ৩১৫ রান
২. লেসলি ডানবার–সার্বিয়া–৪ ইনিংসে ২৮৪ রান
৩. কুইন্টন ডি কক–দক্ষিণ আফ্রিকা–৫ ইনিংসে ২৫৫ রান
৪. পল স্টার্লিং–আয়ারল্যান্ড–৫ ইনিংসে ২৩৪ রান
৫. ফ্রান্সিসকো কুয়ানা–মোজাম্বিক–৭ ইনিংসে ২৩৩ রান
৬. বিরাট কোহলি–ভারত–৫ ইনিংসে ২৩১ রান
৭. লোকেশ রাহুল–ভারত–৫ ইনিংসে ২২৪ রান

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন