হোম ফিচার আরিয়ানকাণ্ডে বিস্ফোরক মন্তব্য শত্রুঘ্ন সিনহার

বিনোদন ডেস্ক :

মাদককাণ্ডে হাজতে আছেন শাহরুখপুত্র আরিয়ান খান। বুধবার (১৩ অক্টোবর) তার জামিন শুনানির কথা ছিল। প্রমোদতরী থেকে আটক হওয়ার পর তার জামিনের আবেদন একাধিকবার নামঞ্জুর হয়েছে।

বলিউড বাদশার বিপদে এবার পাশে দাঁড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। শাহরুখের খ্যাতির জন্যই এমন হেনস্তার স্বীকার হয়েছেন বলে মনে করেন তিনি। শাহরুখের পাশে দাঁড়িয়ে আরিয়ানের সমর্থনে মুখ খুলেছেন ‘কালীচরণ’।

শত্রুঘ্নর আক্ষেপ, শাহরুখের এই কঠিন সময়ে বলিউডের সহকর্মীরা তার পাশে দাঁড়াচ্ছেন না। তার ভাষায়, ‘কেউ এগিয়ে আসছে না। সবাই ভাবছে এটা শাহরুখের সমস্যা। ও বুঝে নিক, ইন্ডাস্ট্রিতে সবাই ভিতু।’

গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী কার্ডেলিয়া নামের পার্টিতে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তাদের দীর্ঘ ৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদে মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন আরিয়ান। তাকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানায় লেখা রয়েছে- ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা পাওয়া গেছে।

এদিকে মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ানের গ্রেপ্তার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এক টুইট বার্তায় সরাসরি আরিয়ানের নাম উল্লেখ না করে মেহবুবা বলেন, ‘মুসলিম হওয়ার কারণেই কেন্দ্রীয় সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সদস্যরা ২৩ বছরের একটি ছেলের বিরুদ্ধে সক্রিয় রয়েছে।’

গত সোমবার (১১অক্টোবর) টুইটারে মেহবুবা লিখেছেন, ‘চারজন কৃষককে খুনের দায়ে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে ছেড়ে কেন্দ্রীয় সংস্থাগুলো ২৩ বছরের এক যুবকের পেছনে পড়েছে। কারণটা সহজ, তার পদবি খান। বিজেপির ভোট ব্যাংকের বিকৃত ইচ্ছাপূরণের জন্য মুসলিমদের নিশানা করা হচ্ছে।’

অন্যদিকে এ ঘটনায় শাহরুখের বিজ্ঞাপন প্রচারও বন্ধ করে দিয়েছে একটি অনলাইন শিক্ষাদানকারী সংস্থা। শাহরুখ ওই প্রতিষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। আরিয়ান গ্রেপ্তারের পর নেটদুনিয়ায় বিভিন্ন অভিযোগ উঠছিল শাহরুখকে নিয়ে। নেটিজেনদের অনেকেই মনে করেন, ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারেননি শাহরুখ খান। তাই তাকে ওই বিজ্ঞাপন থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছিল মুম্বাইয়ে। অবশেষ নেটিজেনদের এ অভিযোগ মেনে নিয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপন থেকে সরিয়ে দেওয়া হয়েছে শাহরুখকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন