স্বাস্থ্য ডেস্ক:
দেশে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৯৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে কারও মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন শনাক্তদের মধ্যে ৭৯ জন ঢাকা মহানগর, একজন নারায়ণগঞ্জ, তিনজন চট্টগ্রাম, আটজন কক্সবাজার, দুজন বরিশাল, একজন ঝালকাঠি এবং একজন সিলেট জেলার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন মোট ২০ লাখ ৪১ হাজার ৯৮৯ জন। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫৮ জনে অপরিবর্তিত রয়েছে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১৬০৫টি নমুনা সংগ্রহ ও ১৬০৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৯২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১০৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৭ হাজার ৮৫৪ জনে।
এর আগে বুধবার (২১ জুন) আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যুর কথা জানায় অধিদফতর।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।