অনলাইন ডেস্ক:
ঢাকাসহ আট বিভাগের দু–এক জায়গায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২৩ মার্চ) সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বা ঝোড়ো বাতাস কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সংস্থাটির তথ্যমতে, এই সময় সারা দেশেই দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে। দিনের তাপমাত্রার চেয়েও সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা।
আগামী দুই দিনও ৮ বিভাগে এমন আবহাওয়াই বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা আরও কমবে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে, মঙ্গলবার আবার বাড়বে তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে—৩৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গত কয়েক দিনের তুলনায় কম।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।