হোম খেলাধুলা আম্পায়ারের ‘মহৎ সিদ্ধান্ত’, সাকিবের আউট নিয়ে মুশফিক

খেলাধূলা ডেস্ক :

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল নির্ধারণী ম্যাচে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। রিভিউতে দেখা গেছে, বল পায়ে লাগার আগে তার ব্যাট ছুঁয়ে যায়। তবুও টিভি আম্পায়ার তাকে এলবিডব্লিউ দেন, যা নিয়ে আলোচনা-সমালোচনা কম হচ্ছে না। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া মুশফিকুর রহিমও।

সাকিবকে আউট দেয়ার সিদ্ধান্তটিকে মুশফিক মহৎ বলে উল্লেখ করেছেন। এক টুইটে তিনি লিখেছেন, ‘টিভি আম্পায়ারের মহৎ সিদ্ধান্ত।’ বলার অপেক্ষা রাখে না, মুশফিক মন্তব্যটি করেছেন ব্যঙ্গাত্মকভাবে। শুধু মুশফিক কেন, বিষয়টি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন আরও অনেকে।

আম্পায়ারের এমন সিদ্ধান্তে ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া টুইটারে লিখেছেন, ‘সাকিবের ব্যাট একেবারেই মাটি স্পর্শ করেনি। শুধু ব্যাটের ছায়ায় ফোকাস করুন। বল ব্যাটে আঘাত করা ছাড়া আর কিছুই হতে পারত না। আম্পায়ারিংয়ের বাজে সিদ্ধান্তের প্রাপ্তিতে বাংলাদেশ।’

ধারাভাষ্যকার হারশা ভোগলে টুইটারে লিখেছেন, ‘এটি পাকিস্তানের জন্য একটি ভাগ্যবান উইকেট।’ ক্রীড়া সাংবাদিক জয় ভট্টাচার্য টুইটারে লিখেছেন, ‘টিভি আম্পায়ার ল্যাংটন রুসেরে, তোমাকে এর জবাবদিহি করতে হবে।’

সাকিবের এমন আউটে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘একেবারে জঘন্য সিদ্ধান্ত। নরকে যাও।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন