হোম জাতীয় আম্পান’, আতঙ্কে আশ্রয় ক্যাম্পের রোহিঙ্গারা

আম্পান’, আতঙ্কে আশ্রয় ক্যাম্পের রোহিঙ্গারা

কর্তৃক
০ মন্তব্য 108 ভিউজ

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন ‘আম্পান’। ভয়াবহ এই ঝড়ে উপকূল এলাকায় বড় ধরনের জলোচ্ছ্বাস ও অতি বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা করছেন আবহাওয়া সংশ্লিষ্টরা। এ অবস্থায় উখিয়া-টেকনাফের পাহাড় ও বন কেটে উজাড় করে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বেশ আতঙ্কে আছেন। তবে দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন।

ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার (১৯ মে) বিকাল থেকে কক্সবাজারের টেকনাফে দমকা হাওয়া বইতে শুরু করেছে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর বিক্ষুব্ধ হয়ে পড়ায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় এবং অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা, দ্বীপ ও চরগুলোতে জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতসহ ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় রোহিঙ্গা শরণার্থীদের রক্ষা করতে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থার সঙ্গে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মাহাবুব তালুকদার জানান, ‘ইতোমধ্যে সব রোহিঙ্গা শিবিরের লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি ক্যাম্পের দুর্বল ঘরগুলো বাঁশ ও রশি টানিয়ে মেরামতের কাজ চলছে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন