আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বিখ্যাত স্মৃতিস্তম্ভ ‘আমেরিকা’স স্টোনহেঞ্জে’ বিস্ফোরণের ঘটনা হয়েছে। এতে ভেঙে পড়েছে স্থাপত্যটির বড় একটি অংশ। বুধবার (৬ জুলাই) এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় যুক্তরাষ্টুজুড়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। খবর রয়টার্সের।
জর্জিয়া রাজ্যের রাজধানী আটলান্টা থেকে ১০০ মাইল পূর্বে এলবার্টন শহরে অবস্থিত স্মৃতিস্তম্ভটি। যুক্তরাজ্যের রহস্যঘেরা প্রাচীন স্টোনহেঞ্জের অনুকরণে এটি তৈরি করা হয়। এজন্য এটাকে ‘আমেরিকা’স স্টোনহেঞ্জ’ হিসেবে পরিচিত ছিল। কিন্তু এর নাম আসলে জর্জিয়া গাইডস্টোন।
বুধবার ভোর ৪টায় স্থাপনাটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্মৃতিস্তম্ভের চারটি স্লাবের মধ্যে একটি ভেঙে গুড়োগুড়ো হয়ে যায়। পরে এটাকে নিরাপত্তার স্বার্থে পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। বিস্ফোরণের দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়লেও কে বা কারা ঘটিয়েছে তা জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে।
জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন (জিবিআই) জানিয়েছে, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা এতে দূর থেকে বিস্ফোরণ ঘটিয়েছে। কারণ জানতে চলছে তদন্ত। জড়িতদের সন্ধানে অভিযানে নেমেছে বেশ কয়েকটি নিরাপত্তা সংস্থা।
জর্জিয়া রাজ্যে পর্যটকদের অন্যতম আকর্ষণ ১৯ ফুট লম্বা আমেরিকা’স স্টোনহেঞ্জ। ১৯৮০ সালে স্থাপিত হয় এটি।
