হোম জাতীয় আমি পরীমনিকে গরু দেইনি: সেলিম খান

বিনোদন ডেস্ক :

গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা পরীমনি সিআইডি হেফাজতে আছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য দিয়েছেন তিনি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পরীমনির দেওয়া বিভিন্ন তথ্য নিয়ে এরইমধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে।

গেল ঈদুল আজহায় ছয়টি গরু কোরবানি দিয়েছেন পরীমনি। এফডিসি সংশ্লিষ্ট মানুষদের জন্যই তার এ কোরবানি। পরীকে কোরবানির গরু দিয়েছেন প্রযোজক সেলিম খান। দেশীয় একটি সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ হয়েছে।

এ খবরে বিস্ময় প্রকাশ করেছেন শাপলা মিডিয়ার এ কর্ণধার। বুধবার (১১ আগস্ট) সকালে সময় নিউজকে তিনি বলেন, ‘পরীমনির সঙ্গে আমাকে জড়িয়ে যে নিউজ করা হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন। ব্যক্তিগতভাবে পরীমনির সঙ্গে আমার যোগাযোগ নেই। আমার কোনো সিনেমাতেও উনি অভিনয় করেননি।’

সেলিম খান আরও বলেন, ‘আমি পরীমনিকে গরু দেইনি। আমি পরিচালক সমিতি, শিল্পী সমিতি আর প্রযোজক সমিতিতে ২টি করে মোট ছয়টি গরু দিয়েছি। পরীমনি আলাদা ছয়টি গরু দিয়েছেন। এটা সংশ্লিষ্ট সমিতির সবাই জানেন। এ ধরনের খবরে আমি ব্যথিত।’

ঢালিউডের এ প্রযোজক মনে করেন, তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তার ভাষায়, ‘আমি আমার প্রযোজনা এবং পরিচালনায় সিনেমাগুলো নিয়ে ব্যস্ত। এরই মধ্যে আমাদের ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় ব্যাপক আলোচিত হয়েছে। ‘আগস্ট ১৯৭৫’ শিরোনামের আরও একটি সিনেমা নিয়ে আসছি আমি। এ অবস্থায় আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্যই এ কাজ করা হয়েছে বলে আমি মনে করি। তবে কাজটি ঠিক হয়নি। অপপ্রচারে আমি কষ্ট পেয়েছি, ব্যথিত হয়েছি।’

এদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘আগস্ট ১৯৭৫’ সিনেমাটি। শামীম আহমেদ রনীর তত্বাবধানে সিনেমাটি পরিচালনা করেছেন সেলিম খান। ১৫ আগস্ট সিনেবাজ অ্যাপসে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। সম্পূর্ণ বিনামূল্যে সিনেমাটি দেখতে পাবে দর্শক। আলাপকালে এমনটাই জানিয়েছেন সেলিম খান।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও দাফনের প্রেক্ষাপটে হৃদয়বিদারক ঘটনা ও ঘাতকদের চক্রান্ত নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে ইতিহাসের মহানায়ক জাতির পিতাকে হত্যার বীভৎস হৃদয়স্পর্শী ঘটনা তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফজলুর রহমান বাবু, তাসকিন রহমান, মাসুমা রহমান নাবিলা, দিলারা জামান, তৌকীর আহমেদ, তানভিন সুইটি, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন