হোম খেলাধুলা ‘আমি নাচ বন্ধ করব না’, বর্ণবাদের প্রতিবাদে ভিনিসিয়াস

খেলাধূলা ডেস্ক :

গোল করে নাচার কারণে সম্প্রতি বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। পেলে, নেইমারসহ অনেক ব্রাজিলিয়ান ফুটবলার সেসব বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদও জানিয়েছেন। এবার বর্ণবাদের বিপক্ষে মুখ খুললেন স্বয়ং ভিনি।

গোলের পর ভিনির নেচে উদ্‌যাপনের সমালোচনা করেন স্প্যানিশ ফুটবল এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পেদ্রো ব্রাভো। তিনি ২২ বছর বয়সি এই ফুটবলারের নাচকে তুলনা করেন বানরের নাচের সঙ্গে। এর আগে অ্যাতলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার কোকে বলেছিলেন, ওয়ান্দা মেত্রোপলিতানোয় ভিনি ওভাবে নেচে উদ্‌যাপন করলে সমস্যা হবে।

এসবের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে ভিনিসিয়াস বলেছেন, ‘এটাকে (নাচ) গ্রহণ করো, শ্রদ্ধা করো, যত যাই হোক, আমি নাচ বন্ধ করব না। আমি বর্ণবাদের শিকার হয়েছি। কিন্তু এটা (বর্ণবাদী আচরণ) গতকাল থেকে শুরু হয়নি। নাচটা শুধু আমার না, এর আগে রোনালদিনহো, নেইমার, লুকাস পাকুয়েতা, জোয়াও ফেলিক্স, গ্রিজম্যান, ম্যাথিয়াস কুনহারা নেচেছে।’

ব্রাজিলিয়ান তারকা আরও বলেন, ‘আমি এমন একটা দেশ থেকে এসেছি, যেখানে দারিদ্র্য চরমে। ওখানে মানুষ ঠিকমতো শিক্ষা পায় না, খাদ্য পায় না। শিশুদের শিক্ষার জন্য আমি একটা অ্যাপ বানিয়েছি। কারো কাছ থেকে কোনো প্রকার সহায়তা ছাড়া আমি নিজের নামে একটা স্কুল নির্মাণ করছি। শিক্ষার জন্য আমি আরও অনেক কিছু করব। পরবর্তী প্রজন্ম বর্ণবাদের বিরুদ্ধে প্রস্তুত হোক।’

ইনস্টাগ্রামে নেইমার জুনিয়র তার ব্রাজিলিয়ান সতীর্থ ভিনি জুনিয়রকে সাম্বা নৃত্য সম্পর্কে বলেন, ‘নাচো ভিনি জুনিয়র। ড্রিবলিং করো, নাচো এবং নিজের মতো থাকো। যেভাবে আছো সেভাবেই খুশি থাকো। এগিয়ে যাও। পরে গোল করে আমরা একসঙ্গে নাচব।’

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘ফুটবল একটা আনন্দের উপলক্ষ। এটা একটা নাচ। এটা একটা উৎসব। যদিও এখনো বর্ণবাদ পৃথিবীর বুকে আছে, সেটাকে আমাদের হাসি বন্ধ করতে দেব না। আমরা হাসতে থাকব, এভাবেই আমরা বর্ণবাদ মোকাবিলা করতে থাকব। আমরা আমাদের খুশি থাকার অধিকারের জন্য লড়াই করছি।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন