হোম আন্তর্জাতিক আমি কখনও সাইকেল চালাব না, বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :

ছুটি কাটাতে গিয়ে সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এনডিটিভি।

এ ঘটনার প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘আমি আশা করি বাইসাইকেল থেকে পড়ে যাওয়া বাইডেন দ্রুতই সেরে উঠুক। না, আমি সিরিয়াস। আমি আশা করছি তিনি ভালো আছেন। আমি আপনাকে নিশ্চয়তা দিয়েই বলছি, আমি কখনোই সাইকেল চালাব না।’

এ সময় ট্রাম্প আরও বলেন, তিনি ২০২৪ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া অব্যাহত আছে।’

এদিকে ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করেন ট্রাম্প, যেখানে বাইডেনের সাইকেল থেকে পড়ে যাওয়ার দৃশ্যের সঙ্গে নিজের গলফ খেলার ভিডিও যুক্ত করে দেন তিনি।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে মানুষের বেশ আগ্রহ রয়েছে। বিশেষ করে তিনি ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন করবেন কিনা তা নিয়ে মানুষের জল্পনার শেষ নেই।

উল্লেখ্য, গেল ১৮ জুন সকালে স্ত্রী জিল বাইডেনের সঙ্গে ডেলাওয়্যারের নিজের বাড়ির কাছেই একটি সমুদ্র সৈকতের পাশে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেই সাইকেল সফরের শেষেই ঘটেছিল এক বিপত্তি। সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেন।

এ ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট সাইকেল থেকে পড়ে যাওয়ার পরপরই উঠে দাঁড়ান। এ সময় তিনি বলেন, ‘আমি ভালো আছি।’

সেসময় এ ঘটনার বিষয়ে জানাতে একটি বিবৃতি প্রকাশ করে হোয়াইট হাউস। বিবৃতিতে জানানো হয়, বাইডেন সম্পূর্ণ সুস্থ আছেন। তার শরীরে কোনো আঘাত লাগেনি। তিনি আনন্দে পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি উপভোগ করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন