বিনোদন ডেস্ক:
‘গদর টু’ সিনেমার পরিচালক অনিল শর্মার বিরুদ্ধে সম্প্রতি আমিশা বিস্ফোরক অভিযোগ করেন। আমিশার করা বিস্ফোরক অভিযোগের এবার জবাব দিয়েছেন পরিচালক।
পরিচালক অনিল শর্মা জানিয়েছেন, আমিশার করা অভিযোগের কোনো সত্যতা নেই। আর এ কারণেই একের পর এক অভিযোগ করে চলেছেন বলি নায়িকা আমিশা।
টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ‘গদর এক প্রেম কথা’র সিক্যুয়েল সিনেমা ‘গদর টু’-এর সেটে নানা অব্যবস্থাপনা নিয়ে মুখ খুলেন আমিশা। নিজের টুইটারে লিখেন একাধিক অভিযোগ।
আমিশা জানান, ‘গদর টু’ সিনেমার জন্য চণ্ডীগড়ে শুটিং করতে গিয়ে প্রোডাকশন হাউজের অব্যবস্থাপনার কারণে আমিশা সহ অনেক সহশিল্পী হেনস্তার শিকার হন। এমনকি প্রাপ্য টাকাও তারা পাননি।
সে বিষয়ে এতদিন চুপ থাকলেও এবার ভারতের বিভিন্ন মিডিয়ায় কথা বলেছেন পরিচালক অনিল। জানিয়েছেন, আমিশার সব অভিযোগই মিথ্যা। তবে আমিশার এ অভিযোগে রাগ নয় বরং ধন্যবাদই জানিয়েছেন অনিল।
এ প্রসঙ্গে অনিল বলেন, অভিযোগ অসত্য হলেও আমি আমিশাকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ তার অভিযোগের কারণেই আমার প্রযোজনা সংস্থা এখন অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন প্রযোজনা সংস্থাকে এত দ্রুত বিখ্যাত করে তোলায় সত্যি আমিশাকে ধন্যবাদ।